Social Icons

Pages

Featured Posts

মাটির সংজ্ঞা ও মাটির বৈশিষ্ট্য।

মাটির সংজ্ঞা:
মাটির সংজ্ঞাঃ মৃৎবিজ্ঞানীগণ মাটির নানারূপ সংজ্ঞা দিয়েছেন, যেমনঃ
(১) ভূ-পৃষ্ঠের নরম আবরনের নাম মৃত্তিকা
(২) উদ্ভিদ জন্মানোর উপযোগী খনিজ, জীব ও জৈব সমন্বয়ে গতিশীল প্রাকৃতিক বস্তুকে মৃত্তিকা বলে
(৩) সময়ের ব্যবধানে জলবায়ূ ও জৈব পদার্থের সমন্বিত প্রভাবে রূপান্তরিত উৎস শিলা সৃষ্ট গাছ জন্মানোর উপযোগী ভূ-পৃষ্ঠের প্রাকৃতিক বস্তর সমষ্টিকে মৃত্তিকা বলে
(৪) পৃথিবীর উপরিভাগের যে নরম স্তরে গাছপালা মূল স্থাপন করে রস শোষণ করে জন্মায় ও বৃদ্ধি পায় তাকে মাটি বলে

মাটির ভৌত গুণাবলী ও ধর্ম।

মাটির ভৌত গুনাবলী ও ধর্ম

মৃত্তিকার ভৌত গঠন

মাটি একটি প্রাকৃতিক বস্তু। ক্ষয়ীভুত শিলা খনিজের সাথে জৈব পদার্থ পানি মিশ্রিত হয়ে দিনে দিনে মৃত্তিকা উৎপন্ন হয়। কোন মৃত্তিকা নমুনা বিশ্লেষণ করলে কঠিন, তরল এবং বায়বীয় আকারে নিম্নরুপ দ্রব্য পাওয়া যায়-

কৃষি উপকরণ সারের সংজ্ঞা, বিভিন্ন প্রকার ও সারের বিবরণ।

সারের সংজ্ঞা:
উদ্ভিদের পুষ্টির উপাদান সরবরাহের উদ্দেশ্যে যে সকল সামগ্রী (জৈব, রাসায়নিক এবং অনুজীব) মাটিতে প্রয়োগ করা হয় ব্যাপক অর্থে তাকে সার বলে। সুনির্দিস্ট ভাবে সার বলতে প্রাকৃতিক উৎস বা রাসায়নিক উপায়ে কল কারখানায় প্রস্তুতকৃত দ্রব্য বুঝায় যা মাটিতে প্রয়োগ করলে উদ্ভিদের ফলন বৃদ্ধি করে।

ভাল বীজের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার?

ভাল বীজের বৈশিষ্ট্য
১। ভাল বীজের জাত উন্নত হতে হবে।
২। জাতের বিশুদ্ধতা থাকতে হবে।
৩। ভাল বীজের জাত উচ্চ ফলনশীল এবং কৃষকের কাংখিত হবে।

বীজ প্রজনন কাকে বলে? বিভিন্ন প্রকার বীজের বর্ণনা

বিভিন্ন ধরণের বীজ
ফসল চাষের জন্য আমরা বিভিন্ন নাম ও গুনাগুন সম্বলিত বীজ ব্যবহার করে থাকি। ভাল ফলন পেতে হলে এ ধরণের বীজ সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার।

মৌল বা প্রজনন বীজ ( Breeder seed )- উদ্ভিদ প্রজননের নিয়ম কানুন পালন করে প্রজননকারী বিজ্ঞানী দীর্ঘ দিনের পরীক্ষা নিরীক্ষার পর যখন কোন একটি শস্যের জাতকে খুব ভাল মনে করেন তখন সে শস্যের বীজকে প্রজনন বীজ বলা হয়। বীজ উদ্ভাবন বা অবমুক্তায়নকারী প্রতিষ্ঠান
 

Sample text

Sample Text

Sample Text