সারের পরিমান
সারের নাম |
সারের পরিমাণ/ হেক্টর | ||
কম্পোজিট | হাইব্রিড | ||
রবি |
খরিফ |
রবি | |
ইউরিয়া |
১৭২-৩১২ কেজি | ২১৬-২৬৪ কেজি |
৫০০-৫৫০ কেজি |
টিএসপি |
১৬৮-২১৬ কেজি | ১৩২-২১৬ কেজি |
২৪০-২৬০ কেজি |
এমপি | ৯৬-১৪৪ কেজি | ৭২-১২০ কেজি | ১৮০-২২০ কেজি |
জিপসাম | ১৪৪-১৬৮ কেজি | ৯৬-১৪৪ কেজি | ২৪০-২৬০ কেজি |
জিংক সালফেট | ১০-১৫ কেজি | ৭-১২ কেজি | ১০-১৫ কেজি |
বোরিক এসিড | ৫-৭ কেজি |
৫-৭ কেজি |
৫-৭ কেজি |
গোবর | ৪-৬ টন | ৪-৬ টন | ৪-৬ টন |
সার প্রয়োগ পদ্ধতি
জমি তৈরির শেষ পর্যায়ে অনুমোদিত ইউরিয়ার এক তৃতীয়াংশ এবং অন্যান্য সারের সবটুকু ছিটিয়ে জমি চাষ দিতে হবে। বাকি ইউরিয়া সমান দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি বীজ গজানোর ২৫-৩০ তিন পর এবং দ্বিতীয় কিস্তি বীজ গজানোর ৪০-৫০ দিন পর উপরিপ্রয়োগ করতে হবে। চারা গজানোর ৩০ দিনের মধ্যে জমি থেকে অতিরিক্ত চারাতুলে ফেলতে হবে।চারার বয়স একমাস না হওয়া পর্যন্ত জমি আগাছামুক্ত রাখতে হবে।
জমি তৈরির শেষ পর্যায়ে অনুমোদিত ইউরিয়ার এক তৃতীয়াংশ এবং অন্যান্য সারের সবটুকু ছিটিয়ে জমি চাষ দিতে হবে। বাকি ইউরিয়া সমান দুই কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি বীজ গজানোর ২৫-৩০ তিন পর এবং দ্বিতীয় কিস্তি বীজ গজানোর ৪০-৫০ দিন পর উপরিপ্রয়োগ করতে হবে। চারা গজানোর ৩০ দিনের মধ্যে জমি থেকে অতিরিক্ত চারাতুলে ফেলতে হবে।চারার বয়স একমাস না হওয়া পর্যন্ত জমি আগাছামুক্ত রাখতে হবে।